বিশ্বকাপে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল ভারত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৪:১০ | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৩, ১৪:০৬

ভারতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে স্বাগতিক এই দেশটি শিরোপার অন্যতম দাবিদার। স্বগতিক দেশ হলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে রাখা হয়নি ভারতকে। ভারতের বিশ্বকাপ মাঠে লড়াই শুরু হবে ৮ অক্টোবর। তবে এর আগেই বড় এক দুঃসংবাদ পেল ভারত।

দুর্দান্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়ার ওপেনার শুভমান গিলকে নিয়ে শঙ্কার কালো মেঘ জমেছে। ভারতীয় এই ওপেনার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে খবর দেশটির গণমাধ্যমের।

টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, গিলের ডেঙ্গু টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, চেন্নাইয়ে যাওয়ার পর থেকেই প্রচণ্ড জ্বরে ভুগছেন তিনি।

এদিকে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গিলকে অস্ট্রেলিয়ার বিপক্ষে না পাওয়া গেলে তার জায়গায় খেলতে পারেন ইশান কিষাণ।

খবর অনুযায়ী, শুভমান গিলের বর্তমান অবস্থা তেমন ভালো নয়। তিনি যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেরে উঠতে সাধারণত এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে। তাতে শুধু অস্ট্রেলিয়া নয়, আরও কয়েকটি ম্যাচ মিস করতে পারেন গিল।

চলতি বছরটা বাইশগজে স্বপ্নের মতো কাটছে শুভমান গিলের। দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় এ ওপেনার।

ভারতীয় ক্রিকেটের আগামী দিনের বড় তারকা ভাবা হচ্ছে শুভমান গিলকে। ওয়ানডে ক্রিকেটে বছর চারেক আগে অভিষেক হয় তার। এর মধ্যে ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। ছ’টি সেঞ্চুরি রয়েছে এই ফরম্যাটে। রান করেছেন হাজার দুইয়ের কাছাকাছি। ভারতের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে না পাওয়া ভারতীয় দলের কাছে বড় ক্ষতি।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এনবিডব্লিউ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :