সিদ্ধিরগঞ্জে হতাশায় ভুগে দরিদ্র কিশোরের আত্মহত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ রকিবুল হাসান (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার (নাসিক) ৪ নং ওয়ার্ডস্থ দক্ষিণ আজিবপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সালেকুজ্জামান ।
নিহত কিশোর বরগুনা জেলার খলিলুর রহমানের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকায় বসবাস করত। মৃত রকিবুল হাসানের বড় বোন শারমিন জানান, তার ছোট ভাই ইজিবাইক চালক ছিল। কয়েক মাস পূর্বে ইজিবাইক চালানোকালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ডান পা ভেঙে যায়। আর্থিকভাবে সচ্ছল না থাকায় চিকিৎসা করাতে ব্যর্থ হয় পরিবার। অসুস্থতাসহ বিভিন্ন বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিল তার ভাই।
উপপরিদর্শক মো. সালেকুজ্জামান জানান, ঘরের ভেতরে থাকা একটি বাঁশের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে ৷ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/০৮অক্টোবর/ প্রতিনিধি/এআর)