ব্ল্যাকমেইল করায় প্রতারককে নারীর জুতাপেটা

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:২৩
অ- অ+
প্রতারক সুশান্ত শীল।

মাদারীপুরে এক নারীকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে আসছিলেন সুশান্ত শীল নামে এক প্রতারক। পরে এই ঘটনায় সুশান্তকে শহরের লেকের পাড়ে জুতা পেটা করেন ওই নারী।

শুক্রবার সন্ধ্যার দিকে পৌর শহরের শকুনি লেকের পাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার এক নারীর ছেলেকে বিদেশ নেওয়ার প্রলোভন দেখান সুশান্ত। পরে তিনি পাসপোর্ট করার কথা বলে টাকা নেন এবং পাসপোর্ট করার জন্য স্ট্যাম্পে সই লাগবে বলে ওই নারীর কাছ থেকে স্বাক্ষর নেন। এরপর সুশান্ত ভুয়া কাগজপত্র বানিয়ে ওই নারীকে বিয়ে করেছেন বলে দাবি করে দীর্ঘদিন যাবত ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা-পয়সা নিয়ে আসছিলেন। এমনকি ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী নারী শুক্রবার সন্ধ্যার দিকে লেকের পাড়ে সুশান্ত শীলকে ডেকে জুতাপেটা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, 'প্রতারক সুশান্ত শীল প্রথমে নিজেকে মুসলমান দাবি করে নিজের নাম ফারুক খালাসী ও বাবার নাম ওয়াজেদ খালাসী বলে পরিচয় দেয়। পরে জানা যায় তার নাম সুশান্ত শীল। পেশায় নরসুন্দর। সে মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি শীলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত আমার সঙ্গে প্রতারণা করে আসছে।'

স্থানীয় আবির, অনিল মন্ডল, রাজিবসহ বেশ কয়েকজনে জানান, সুশান্ত বিভিন্ন সময় একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছে। এর আগে সে নাম পরিবর্তন করে আরেক নারীর সঙ্গে এরকম কাজ করেছে। এ প্রতারকের আমরা সঠিক বিচার চাই।

পথচারী স্বপন বলেন, 'আমি প্রতিদিন লেকপাড়ে ঘুরতে আসি। আজকে ঘুরতে এসে দেখলাম এক নারী যুবককে জুতা দিয়ে পেটাচ্ছে। বিষয়টি আমি জানার জন্য ওইখানে গিয়ে শুনতে পাই ওই নারীর ছেলেকে বিদেশ নেওয়ার কথা বলে নারীর কাছ থেকে স্ট্যাম্পে সই নেয়। পরে তাকে স্ত্রী দাবি করে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্ন সময় অর্থ হাতিয়ে প্রতারণা করে চলেছে। এ কারণে ওই নারী তাকে জুতাপেটা করেছে। এরকম লোকের কঠিন শান্তি হওয়ার দরকার।'

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, 'এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা