গাইবান্ধায় দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ১৮:৩৭
অ- অ+

গাইবান্ধায় মিথ্যা সুদের টাকা দাবি করে এক কলেজ শিক্ষককে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে রোস্তম আলী নামের এক দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজশিক্ষক থানায় রোস্তম আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাব গাইবান্ধায় এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন সাদুল্লাপুরের জয়েনপুর আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক বিদ্যুৎ কুমার রায়।

এ ঘটনায় নিরপত্তা চেয়ে বুধবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই কলেজ শিক্ষক।

সংবাদ সম্মলনে প্রভাষক বিদ্যুৎ কুমার রায় জানান, আমি কলেজে শিক্ষকতার পাশাপাশি একজন হোমিও চিকিৎসক। আমার কলেজ রোডের চিকিৎসালয় সংলগ্ন এলাকায় মো. রোস্তম আলীর বাসা। তিনি একজন দাদন ব্যবসায়ী (সুদখোর) হিসাবে অঞ্চলে পরিচিত। কিন্তু প্রথমে আমি তাকে চিনতাম না। আমার চিকিৎসালয়টি তার বাড়ি সংলগ্ন হওয়ায় তিনি আমার চেম্বারে ওঠাবসা শুরু করেন। এক পর্যায়ে তার কাছে আসা লোকজনকে আমার চেম্বারে বসতে বলেন। অনেক সময় তার কাছে আসা লোকজনের সঙ্গে সুদের টাকা লেনদেন করে, যা আমি পরে জানতে পারি। সে সময় সম্পর্কের খাতিরে কিছু বলতে পারি নাই।

একই সময়ে স্থানীয় অনেক লোক আমাকে তার সম্পর্কে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা দেয় এবং অনেকেই তার সঙ্গে আমাকে মিশতে নিষেধ করেন। কিন্তু রোস্তম আলী দিন-দিন আমার চেম্বারে বসে লেনদেনের পরিমান বাড়াতে থাকে। এতে আমার চিকিৎসা সেবা দিতে সমস্যার সম্মুখিন হতে হয়। অনেক রোগী এসে এসব ব্যাপারে আমাকে অভিযোগ করতে থাকে। কিন্তু আমি তাকে প্রথমে কিছু বলার সাহস পাই না। পরে আমার চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটায় অনেকটা বাধ্য হয়েই আমি তাকে আমার চেম্বারে তার ব্যবসার টাকা লেনদেন না করার জন্য অনুরোধ করি। এই অনুরোধ করাটাই আমার জীবনের কালো হয়ে দাড়ায়।

তিনি জানান, রোস্তম আলীকে আমার চেম্বারে ওঠাবসা করতে নিষেধ করার তিনি আমার উপর ক্ষেপে জান। এরপর থেকেই রোস্তম আলী আমার কাছে এক কোটি ২০ লাখ টাকা পায় বলে মিথ্যা দাবি করেন।

প্রভাষক বিদ্যুৎ কুমার রায় জানান, রোস্তমের দাবি যেহেতু তোর (বিদ্যুৎ) সামনে লেনদেন হয়েছে সেহেতু তোকেই টাকা দিতে হবে। এর এক পর্যায়ে রোস্তম আমার চিকিৎসার চেম্বারে এসে তার চাহিত টাকা দাবি করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।

তিনি আরও জানান, এসব ঘটনাকে কেন্দ্র করে রোস্তম আলী গাইবান্ধার পৌর মেয়রের বাসভবনে মিটিংয়ের আয়োজন করে। সেখানে মেয়রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রোস্তম আলীর আনিত অভিযোগ মিথ্যা বলে প্রামানিত হয় এবং বিষয়টি মেয়র অলিখিতভাবে মিমাংসা করে দেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি করেন, দাদন ব্যবসায়ী রোস্তম আলীর এমন কর্মকাণ্ডে তার পরিবারসহ ভীতসন্ত্রস্ত, আত্মসম্মান রক্ষাসহ পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনসহ সরকারের কাছে বিনীত অনুরোধ জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা