টঙ্গীর দুই থানায় ছাত্রলীগের নতুন কমিটি

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৩, ২৩:৪৭
অ- অ+

গাজীপুর মহানগর ছাত্রলীগের অন্তর্গত টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

আগামী তিন মাসের জন্য টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আহবায়ক হয়েছেন শাহজাদা সেলিম লিটন, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম তুষার। এছাড়াও কমিটিতে আরও ৮জন যুগ্ম আহবায়ক এবং ৭জনকে সদস্য করা হয়।

অপরদিকে, আগামী এক বছরের জন্য টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শফিক তালুকদারকে সভাপতি ও দ্বীন মোহাম্মদ নিরবকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও সহ-সভাপতি হয়েছেন- নাহিন মোল্লা, হাবিবুর রহমান রিফাত, রফিকুল ইসলাম সুমন মোল্লা, আশরাফুল আলম অপু, নাহিদ পারভেজ বিপ্লব, মেরাজ হোসেন মুবিন চৌধুরী, শাহেদ হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- খন্দকার পিয়াস, সাব্বির খান, সাজ্জাদুর রহমান রনি, মেহেদি হাসান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মমিনুল ইসলাম সাফিন, ইশতিয়াক অন্তু হাওলাদার, নূর নবী হোসেন হৃদয়, ফয়সাল মিয়া।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস চলছে। দুই থানার নেতৃবৃন্দ কর্মী-সমর্থকদের নিয়ে টঙ্গী সরকারি কলেজের বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা