পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা রুখে দিয়েছে র‌্যাব: মঈন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৪:০২ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৩, ১২:৪৭

দুর্গাপূজাকে কেন্দ্র করে কয়েকটি স্থানে একটি স্থার্থান্বেষী মহল অপ্রীতিকর ঘটনা ঘটানোর মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল বলে জানিয়েছে র‌্যাব। তবে তাদের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার বেলা পৌনে ১২টায় বনানীর একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার মঈন বলেন, ‘অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে র‌্যাব এই অপচেষ্টা নৎসাৎ করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। যেসব দুষ্কৃতকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আমরা এ বিষয় নিয়ে কাজ করছি।’

‘একটি চক্র গুজব তৈরি করে নাশকতার পরিকল্পনা করছিল’-বলেন খন্দকার আল মঈন।

র‌্যাব মুখপাত্র বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে র‌্যাব দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, যাতে নির্বিঘ্নে এই উৎসব শেষ হয়। প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপের নিরাপত্তায় র‌্যাবের চার হাজারের বেশি সদস্য সাদাপোশাক ও বাহিনীর পোশাকে নজরদারি করছে। দেশব্যাপী তিনশতাধিক টহল দল কাজ করছে, যাতে এই উৎসবকে কেউ বানচাল করতে না পারে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‌্যাবের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গোয়েন্দারা মাঠে কাজ করছে।’

র‌্যাবের স্পেশাল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং চলছে জানিয়ে কমান্ডার মঈন বলেন, ‘যেখানেই প্রয়োজন হচ্ছে সেখানেই পূজা কমিটির আহ্বানে র‌্যাব সদস্যরা কাজ করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবের স্পেশাল টিম প্রস্তুত রাখা হয়েছে। এলিট ফোর্সের হেলিকপ্টার প্রস্তুত আছে। দেশের সব কিছু আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

এখন পর্যন্ত কোনো নাশকতা বা জঙ্গি হামলার পরিকল্পনা নেই জানিয়ে কমান্ডার মঈন বলেন, ‘জঙ্গি হামলার কোনো সম্ভাব্য তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না।’

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :