কুমিল্লায় চিকিৎসক হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৩, ১৭:০২

কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় দিনে-দুপুরে শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হককে চেম্বারে ঢুকে কুপিয়ে হত্যা করার পর কুমিল্লা জুড়ে চলছে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল।

গত মঙ্গলবার বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে ডা. জহিরুল হকের স্বজন ও প্রতিবেশীরা। এ সময় হত্যাকাণ্ডের ইন্ধনদাতা সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

এদিকে বুধবার বেলা সাড়ে ১২টায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা।

এ সময় উপস্থিত ছিলেন স্বাচিপ ও বিএমএয়ের সভাপতি ডা. আব্দুল বাকী আনিস, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মোর্শেদুল আলম, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মোহাম্মদ ইজাজুল হকসহ কর্মরত চিকিৎসকরা।

এ সময় বক্তারা বলেন, শিশু বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ছিলেন শিশুদের মতো নিষ্পাপ। তার আচরণ সবসময় নম্র ছিল। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এদিকে এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন ঢাকা টাইমসকে জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি গ্রহণে পিছিয়ে আছি: কৃষিবিদ শওকত ওসমান

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, ভূমি অধিগ্রহণে জটিলতা

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :