সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বিজয় পার্ক উদ্বোধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৩, ২১:২৭
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের সনমান্দি গ্রামে মুক্তিযোদ্ধাদের বহুল প্রতিক্ষিত ‘মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও বিজয় পার্কে’র উদ্বোধন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বুধবার বিকালে ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে সড়কের পাকাকরণ কাজ ও মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর এবং বিজয় পার্ক উদ্বোধন করা হয়।

এ সময় এমপি খোকা বলেন, মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলেছিলেন বলেই আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি-মন্ত্রী হতে পারি। তাই মুক্তিযোদ্ধারাই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা এই মুক্তিযুদ্ধ জাদুঘরের দাবি করেছিল বলেই আমি বহুদিন যাবত চেষ্টা করে আজ সফলতা অর্জন করেছি। ইনশাআল্লাহ মুক্তিযোদ্ধাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোও বাস্তবায়ন করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান উল-ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাবেদ রায়হান জয়।

আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ এলজিইডির উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, পৌর জাপা নেতা হাসান ইমাম, হারুন মেম্বার প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা