শুধু বিএনপি না, আ.লীগের সমাবেশেও সিসি ক্যামেরা লাগানো হয়েছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৩, ১৯:৫২

শুধু বিএনপির সমাবেশস্থল নয়াপল্টন এলাকাতেই নয়, আওয়ামী লীগের সমাবেশস্থল ঘিরেও ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. ম. মহিদ উদ্দিন। তিনি বলেন, মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

নয়াপল্টন এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সমাবেশের প্রস্তুতির জন্যই কী ক্যামেরাগুলো বসানো হয়েছে। এমন প্রশ্নের উত্তরে মহিদ উদ্দিন বলেন, 'আমরা সেফ সিটি ঢাকা চাই। যেখানে প্রতিটি মানুষ সিকিউরড থাকবে। প্রতিদিন বিভিন্ন প্রোগ্রাম হয় সেখানেও সিসি ক্যামেরা থাকে। ডিএমপির দায়িত্বের জায়গা থেকে স্ব-প্রণোদিত হয়ে নিরাপত্তার জন্য ক্যামেরাগুলো লাগানো হয়েছে।'

বিএনপির সমাবেশ ঘিরে রাজনৈতিক পরিস্থিত অবনতির কোনো আশঙ্কা আছে কি না জানতে চাইলে ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'আশঙ্কা তো নোটিশ করে আসবে না। যদি কেউ মাস্টারমাইন্ড থেকে থাকে সেটিকে ঘিরেই আমাদের নিরাপত্তা থাকে। সবকিছু সুন্দর করে হয়ে গেলে আমাদের আর প্রয়োজন ছিল না।'

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আওয়ামী লীগের সমাবেশসহ অন্যান্য রাজনৈতিক দলের সমেবশে সিসি ক্যামেরা আছে কি না। জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, 'অবশ্যই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেও সিসি ক্যামেরা আছে। রাজধানীর বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে। আগামীকালের সমাবেশকে কেন্দ্র করে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, শুধু আজকে নয় এর আগেও লাগানো হয়েছিল।'

ঢাকার প্রবেশপথে তল্লাশিতে সাধারণ মানুষের হয়রানির শিকার হওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'ঢাকা শহরের প্রবেশপথগুলোতে যথেষ্ট চেকপোস্ট রয়েছে। কারণ এই মেগা সিটিতে কোনো দুষ্কৃতিকারী ঢোকে, এটি কাম্য নয়। অপরাধী মানুষকে চেক করতে গিয়ে কখনো কখনো ভালো মানুষকেও চেক করতে হয়। এয়ারপোর্টেও সবাইকে চেকিংয়ের আওতায় আনা হয়। থ্রেট থেকে সেভ থাকার জন্য চেক পয়েন্টে সবাইকে চেক করা হয়।'

চেকপোস্টে অনেকের মোবাইল চেক করা হয়েছে। বিএনপির ফেসবুক পেজে লাইক দেওয়াকে কেন্দ্র করে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ কাজটি করতে পারে কি না জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, 'কেউ যদি অপেশাদার কাজ করে এবং আমাদের কাছে রিপোর্ট আসে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। অপেশাদার কাজকে কেউ জায়েজ করে দিতে পারে না।'

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু, সবাই ঢাকা দক্ষিণ সিটির

‘আমেরিকান ওয়েলনেস সেন্টারে’র কার্যক্রম বন্ধ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর

খালে বর্জ্য ফেললে আইনি ব্যবস্থা: মেয়র আতিক

ড্রেনের মধ্যে বোতল-চিপসের প্যাকেট: নাগরিকদের সচেতন হতে বললেন তথ্য প্রতিমন্ত্রী

সবাইকে টিকার আওতায় আনতে কার্যক্রম জোরদার করবে ডিএনসিসি

২০১৯-এর তুলনায় ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগী ৪২ হাজার কম ছিল: মেয়র তাপস

রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৭ মাদকসেবী ও বিক্রেতা গ্রেপ্তার

ডেমরায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যালি ও লিফলেট বিতরণ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

এই বিভাগের সব খবর

শিরোনাম :