বিজিবির অভিযানে অক্টোবর মাসে ১৬৫ কোটি টাকার মালামাল জব্দ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৩, ১৮:০৭| আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৮:১৫
অ- অ+

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৬৫ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৪ কেজি ৭৯৪ গ্রাম স্বর্ণ, চার কেজি ৫০০ গ্রাম রূপা, ৮৩ হাজার ৪৮৫ কসমেটিক্স সামগ্রী, ১১ হাজার ৫০২ ইমিটেশন গহনা, ২২ হাজার ৩৭২টি শাড়ি, সাত হাজার ৭২৫ থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, দুই হাজার ৯৬৮ ঘনফুট কাঠ, নয় হাজার২৮৯ কেজি চা পাতা, এক লাখ ৯৩ হাজার ৬৬০ কেজি কয়লা, চারটি কষ্টি পাথরের মূর্তি, পাঁচটি ট্রাক, দুটি বাস/মাইক্রোবাস, পাঁচটি পিকআপ, দুটি প্রাইভেটকার, ২৮টি সিএনজি/ইজিবাইক এবং ৬৬টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি পিস্তল, গান পাউডার ৭ কেজি ৪৫০ গ্রাম, ম্যাগাজিন ৬টি এবং

১৭ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৪ লাখ ১০ হাজার ৯৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৭৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩৪ কেজি হেরোইন, ১১ হাজার ৯৪২ বোতল ফেনসিডিল, ৩৩ হাজার ১৭০ বোতল বিদেশি মদ, ১,৭৪৪ লিটার বাংলা মদ, ৬ হাজার ৪২৪ ক্যান বিয়ার, ১,৪৮১ কেজি গাঁজা, ২,০২,৫৪৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৬৪,০৮৭টি নেশাজাতীয় ইনজেকশন, ৪,৯৮৯ বোতল ইস্কাফ সিরাপ, ১ কেজি কোকেন, ২,৩৫৪ বোতল এমকেডিল/কফিডিল, ৭৪,৩৯৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬,৪১,৯১৯ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৫৮০ প্যাকেট কিটনাশক এবং ১,০৬,৯৮০টি অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭১ জন বাংলাদেশি নাগরিক, ৭ জন ভারতীয় নাগরিক এবং ১৬০ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/০২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা