বিলে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৩, ২০:৫০| আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২১:০০
অ- অ+

গাইবান্ধার সাদুল্লাপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে রিয়ন মিয়া (৭) ও তামিম মিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর কানিপাড়া গ্রামের ধারাইচতরা বিলে এ ঘটনা ঘটে।‌

নিহত রিয়ন মিয়া ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে ও তামিম মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু রিয়ন ও তামিম বাড়ির পাশে খেলা করছিল। কিছুক্ষণ পর ওই দুই শিশু পার্শ্ববর্তী ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে যায়। এ সময় সবার অজান্তে ওই দুই শিশু পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই দুই শিশুকে ধারাইচতরা বিলের পানি থেকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম। তিনি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, সারাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর প্রায়ই শোনা যায়। তাই অভিভাবকদের ছোট্ট শিশুদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা