রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৪
অ- অ+

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাতে উপজেলার পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পায়রাবন্দ বাজারে চেয়ারম্যান মাহবুবার রহমান নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলে আগে থেকে ওত পেতে থাকা হারুন মিয়া নামে এক যুবক তার ওপর হামলা চালায়। ওই যুবক মাছ কাটার বটি দিয়ে চেয়ারম্যান মাহবুবার রহমানের গলায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান রংপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির। আর হারুন মিয়া মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত হারুনকে আটক করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৬নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা