মাগুরায় অবরোধ রুখতে সড়কে আ.লীগ নেতাকর্মীদের মহড়া

মাগুরা প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৯:৫০ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৩, ১৯:২০

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ রুখতে মাগুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সড়কে সতর্ক অবস্থান করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও।

বুধবার সারাদিন এই জেলা থেকে কোনো দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। অল্প পরিসরে চলতে দেখা গেছে আন্তঃজেলা বাসগুলোকে। জনজীবন স্বাভাবিক থাকলেও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মাগুরা যুবলীগের আহ্বায়ক মো. ফজলুর রহমান বলেন, ১৯৭১ সালের বিরোধী যে শক্তি বাংলাদেশকে বিশ্বাস করে না, তারাই মানুষের জানমালের ক্ষতি করছে। অবরোধের নামে আগুন সন্ত্রাস করছে। সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিতে এবং তাদের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।’

ফজলুর রহমান বলেন, ‘তারই ধারাবাহিকতায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে আমরা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সড়কগুলোতে দিন-রাত অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছি। আমরা মাগুরার মানুষকে ভালো রাখার জন্য আগামী সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা ৯ মাস যুদ্ধ করেছেন। আমরাও যুদ্ধে নেমেছি। এই যুদ্ধ হবে উন্নয়ন, গণতন্ত্র ও স্মার্ট বাংলাদেশ গড়ার। সে যুদ্ধে আমরা জয়ী হবো এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী না বানিয়ে ঘরে ফিরব না।’

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন খান বললেন, ‘আওয়ামী লীগ যত ভয়ভীতি দেখাক না কেন, আমরা ভয় পাই না। আমরা আছি, আমরা থাকব। আমরা আমাদের কৌশলে কাজ করব।’

তার দাবি, ‘আওয়ামী লীগ আসলে ভয়াবহ ফ্যাসিস্ট। বিশ্বে এ রকম ফ্যাসিস্টের আর কোনো নজির নেই। কিন্তু তারা যা চাচ্ছে তা করতে পারবে না। অতি দ্রুতই তাদের পতন হবে এবং বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।’

মনোয়ার বলেন, ‘বিশ্ববাসী হিটলারের পতন দেখেছে। পতন দেখেছে মুরসির। তেমনি বাংলার জনগণ এই জালিম সরকারের নির্মম পতন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্যই আমরা জীবনের মায়া, পরিবারের মায়া ত্যাগ করে রাজপথে আছি। ইনশাআল্লাহ, অচিরেই জনগণের আশা পূরণ হবে।’

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বলেন, ‘অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি যৌথভাবে কাজ করছে। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।’

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :