সরকারি ভাতার টাকা যাচ্ছে প্রতারক চক্রের পকেটে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৩, ১৭:০৩
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ‘প্রধানমন্ত্রী টাকা উপহার দিয়েছে এই টাকা আপনার মোবাইলে যোগ হবে’ অনেককে এই কথা বলে গোপন নম্বর নিয়ে ভাতার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মোবাইল থেকে টাকা হ্যাক করে নিয়ে যাচ্ছে এ খবর ছড়িয়ে পড়লে শতশত ভাতাভোগী মির্জাপুর উপজেলা সমাজসেবা অফিসে ভিড় করেন।

জানা গেছে, এ উপজেলায় মোট ২৬ হাজার ৩৫৯ জন ভাতাভোগী রয়েছেন। এর মধ্যে লাইফসার্ভে করতে গিয়ে প্রায় ২ হাজার ভাতাভোগীকে শনাক্ত করতে পারেনি অফিসের লোকজন।

এদিকে হ্যাকাররা সহজ সরল ভাতাভোগীদের নিজেদেরকে অফিসের লোক পরিচয়ে ফোন দিয়ে নানা পুরস্কারের কথা বলে কৌশলে গোপন নম্বর জেনে ভাতার টাকা হাতিয়ে নিচ্ছেন।

গোড়াই হরির পাড়া গ্রামের প্রতিবন্ধী ভাতাভোগী মানিক পাল জানান, ০৯৬৩৮৩৪৭৯৯৭ নম্বর থেকে ফোন করে ২ হাজার ৫০০ টাকা হ্যাক করে নিয়ে গেছে প্রতারক চক্র। মির্জাপুর থানায় মামলা করবেন বলে তিনি জানান। হাট ফতেপুর গ্রামের চেনু বাদ্যকরের স্ত্রীর ভাতার টাকা প্রতারক হ্যাকাররা হাতিয়ে নিয়েছে বলেও খবর পাওয়া গেছে।

মির্জাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, ভাতার টাকা হ্যাক করে নিয়েছে এরকম ৫টি অভিযোগ আমার অফিসে জমা হয়েছে। এছাড়া দুজন ভাতাভোগী থানায় অভিযোগ করেছেন। লাইফসার্ভে করতে গিয়ে যারা শনাক্ত হননি তাদের টাকা পেতে হয়তো একটু বিলম্ব হতে পারে। যথাসময়ে যারা শনাক্ত হতে পারেননি তারাও এসে অফিসে ভিড় করছেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা