খিলক্ষেতে আগ্নেয়াস্ত্র থাকা অবস্থায়ও এএসআইকে কুপিয়ে গেল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৩, ২৩:২২
অ- অ+

রাজধানীর খিলক্ষেতের কুড়াতলি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মফিজুল ইসলাম (৪০) নামে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খিলক্ষেত থানায় কর্মরত। তার কাছে সরকারি অস্ত্র থাকলেও তা ব্যবহার করেননি।

সোমবার রাত ৮টার দিকে কুড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে জানিয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক ঢাকা টাইমসকে বলেন, এএসআই মফিজুল ইসলামের ডিউটি ছিল তিনশ’ফিট এলাকায় চেকপোস্টে। সেখানে ডিউটি শেষ করে ব্যাটারিচালিত অটোরিকশায় কুড়াতলী নেমে হেঁটে থানায় আসার পথে অজ্ঞাত ৪/৫ জন দুর্বৃত্ত তার পেট ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাত পৌনে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ওসি বলেন, ছুরিকাহত এএসআইর কাছে সরকারি অস্ত্র ছিল। তা দুর্বৃত্তরা নিতে পারেনি। তবে ছুরিকাঘাতের ঘটনা পূর্বশত্রুতা না অন্য কিছু- তা তদন্তের পর বলা যাবে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/আরআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা