তফসিল বাতিল ও অবরোধের সমর্থনে জজকোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৩, ১৭:০৭| আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৭:২৫
অ- অ+

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড ল'ইয়ারস ফোরাম ঢাকা বার ইউনিটের আইনজীবী নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার জজকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি হয়ে হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালত হয়ে সিএমএম আদালত ঘুরে আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা বলেন, সরকার আবারও ২০১৪ ও ১৮ সালের মতো একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তারই অংশ হিসেবে জনদাবিকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের তফসিল জারি করেছে। এ সরকার ভোট চোর, গণতন্ত্র হত্যাকারী। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা শুধু দেশের জনগণই বিদেশীরাও একমত পোষণ করেছে। এদেশে আর কোনো প্রহসনের নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মহানগর দায়রা জজের সাবেক পিপি অ্যাডভোকেট মহসিন মিয়া। বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি অ্যাড. লতিফ তালুকদার, অ্যাড ওমর ফারুক ফারুকী, অ্যাড. খোরশেদ মিয়া আলম, অ্যাড. ইকবাল হোসেন, অ্যাড. মকবুল হোসেন ফকির, অ্যাড. খোরশেদ আলম, অ্যাড. জহির রায়হান জসিম, অ্যাড. সেলিম হোসেন অ্যাড. মো. জিয়াউদ্দিন জিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. তাহেরুল ইসলাম তৌহিদ, সাইফুল ইসলাম মিয়াজি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল খালেক মিলন, অ্যাড. রশিদ মোল্লা, অ্যাড. জহিরুল হাসান মুকুল, সহ-প্রশিক্ষণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক, অ্যাড. আবুল কালাম আজাদ (সাংবাদিক, ঢা.বার) সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক (দিদার) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সহ-সাংস্কৃতিক সম্পাদিকা অ্যাড. তাহমিনা আক্তার হাসেমী, অ্যাড. নুরুজ্জামান তপন, আইনজীবী ফোরাম নেতা আইনজীবী অ্যাড. জুয়েল খান, আবু জাফর রিজভী, ইকতান্দার বাপ্পী, এইচ এম মারুফ, অ্যাড. ফয়সাল আহম্মেদ আকন, অ্যাড. গাজী তানজিল আহমেদ, অ্যাড. মো জাবেদ, অ্যাড. আবজাল হোসেন মৃধা, কাজী পনির হোসেন, মিজানুর রহমান মিজান, খলিলুর রহমান, আমিনুল ইসলাম, অ্যাড. আনোয়ারুল ইসলাম, অ্যাড. এম মিজানুর রহমান, অ্যাড. তৌফিকা ইয়াসমিন সোহেলী, অ্যাড. নারগিস পারভিন মুক্তি, শাহীন সুলতানা খুকি, অ্যাড. জহুরা খাতুন জুই, অ্যাড. শুভ অ্যাড. মার্জিয়া হিরা, ঢাকা জেলা যুব আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট শেখ আলাউদ্দিন, অ্যাড. শহীদ গাজী, অ্যাড. এ.এইচ.এম রেজওয়ানুল সাঈদ রোমিও, অ্যাড. নিহার হোসেন ফারুক, অ্যাড. নাসরিন বেগমসহ কয়েক শতাধিক আইনজীবী অংশ নেন।

ঢাকাটাইমস/১৬নভেম্বর/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে এক দিনে বজ্রপাতে শিশুসহ ১০ মৃত্যু
জুলাই শহীদকন্যা ধর্ষণ মামলায় পলাতক সেই কিশোর গ্রেপ্তার
জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ আর নেই
মোহাম্মদপুর থেকে নারী কাউন্সিলর মাহফুজা আক্তার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা