নাটোরে পচা মাংস বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় পচা ও বাসি মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সিংড়া মুরগিহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন।
দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী মারফত আলী সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুরের বাসিন্দা।
এ সময় উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/২১ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন