মহিনন্দ ইতিহাস সংরক্ষণ পরিষদ পরিদর্শনে সমাজসেবা প্রতিনিধিদল

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ২১:৩০
অ- অ+

কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিদল।

মঙ্গলবার সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়াস্থ নীলড়ঞ্জ-তাড়াইল সড়কের পাশে অবস্থিত সংগঠনের কার্যালয়ে পরিদর্শনে যান জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক-১ মো. শহীদুল্লাহ, সদর উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ আল আমিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আমিনুল হক সাদীসহ সংগঠনের সদস্যরা ।

পরিদর্শনে আসা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিদল জানান, মফস্বল এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদটির কার্যক্রম ভালো লেগেছে বলে সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এছাড়াও পরিদর্শনে আসা প্রতিনিধিদলের প্রধান ও অডিট কমিটির আহবায়ক জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক-১ মো. শহীদুল্লাহ সংগঠনের অনুমোদিত গঠনতন্ত্র, কমিটি ও ব্যাংকস্টেটমেন্টের সঙ্গে মিল রেখে যাবতীয় কর্মকাণ্ড দেখে পুলকিত হন এবং সংগঠনটিকে আরও শক্তিশালী করতে সংগঠনের প্রতিষ্ঠাতার সাথে মতবিনিময় ও কিছু পরামর্শ দেন। পরে প্রতিনিধিদল মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারটি ঘুরে ঘুরে দেখেন।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা