বেতন চাওয়ায় কর্মীকে জুতা চাটালেন নারী ‘বস’!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৪৯ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৪৬
অভিযুক্ত বিভূতি পাটেল

বেতন চাইতে যাওয়াটাই যেন অপরাধ হয়েছিল কর্মচারীর। মারধর, গালিগালাজ, বাদ গেল না কিছুই। শুধু তাই নয়, বস তথা সংস্থার মালিক তার মুখে জুতা ঢুকিয়ে তা চাটতে বাধ্যও করেন! হেনস্থা এতটাই চরম পর্যায়ে হয়েছে যে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ওই কর্মীকে।

এমনই অভিযোগ উঠেছে ভারতের গুজরাটের এক সংস্থার মালিকের বিরুদ্ধে। আহত ব্যক্তি পুলিশের দ্বারস্থ হওয়ার পর বিভূতি পাটেল নামে ওই নারীর খোঁজ শুরু হয়েছে। কিন্তু বাড়ি বা অফিস কোথাও তাকে পাওযা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, গুজরাটের মরবি-তে রানিবা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার মালিক বিভূতি। গত অক্টোবর মাসে তার সংস্থায় নীলেশ দালসানিয়া নামে এক কর্মীকে নিযুক্ত করেন তিনি। নীলেশের মাসে ১২ হাজার টাকা বেতন পাওয়ার কথা ছিল। কিন্তু ওই মাসেই তার চুক্তি আচমকা শেষ করে দেওয়া হয় বলে অভিযোগ। মাত্র ১৬ দিন কাজ করেছিলেন নীলেশ। ওই কয়েকদিনের বেতন চাইলেও কোনো উত্তর দেয়নি সংস্থাটি।

গত বুধবার ওই বকেয়া টাকা চাইতে ভাই ও এক প্রতিবেশীকে নিয়ে ওই সংস্থার অফিসে যান নীলেশ। এরপরই তাকে চরম হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ। প্রথমে বিভূতি পাটেলের ভাই ওম পাটেল নানাভাবে হেনস্থা করতে থাকেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, ওই কর্মীকে টেনে ছাদে নিয়ে যাওয়া হয়। তারপর শুরু হয় মারধর। লাথি, বেল্ট দিয়ে মার, ঘুষিও মারা হয়। এরপর সামনে আসেন বিভূতি। তিনি নিজের জুতা ওই কর্মীর মুখে গুঁজে দেন। এমনকি ওই এলাকায় যেন আর কখনও না আসেন, এ কথা বলেও হুঁশিয়ারি দেন বলে অভিযোগ বিভূতি পাটেলের বিরুদ্ধে।

এখানেই শেষ নয়, পুলিশ জানায়, পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেন বিভূতি। ওই কর্মীকে বলতে বাধ্য করা হয় যে টাকা নেওয়ার জন্য জোরজুলুম করেছেন তিনি। এরপর ছেড়ে দেওয়া হলে মরবি সিভিল হাসপাতালে যান ওই ব্যক্তি। পরে অভিযোগ দায়ের করেন থানায়।

মরবির ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিভূতির খোঁজ চালাচ্ছে পুলিশের তিনটি টিম।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এমআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

যুদ্ধবিরতি চুক্তি না হলে ৭২ ঘণ্টার মধ্যে রাফাহতে আক্রমণ চালাবে ইসরায়েল

গাদ্দার বলেছিলেন মমতা, দেরিতে হলেও পাল্টা দিলেন মিঠুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত: জয়শঙ্কর

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউর দেশগুলো 

ইসরায়েলি সেনাবাহিনীর ৫ ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবিতে ৫১ অভিবাসী নিখোঁজ

প্রিন্টার, জৈব কালি দিয়ে তৈরি হচ্ছে কৃত্রিম ‘রক্তনালি’!

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ কর্মকর্তা নিহত

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ২৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :