সপ্তাহে ৩ দিন কাজ করলেই চলবে, ‘ভবিষ্যদ্বাণী’ বিল গেটসের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ১২:০৫| আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১২:১৪
অ- অ+

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর ক্ষমতা যত বাড়ছে, ততই মানুষ কাজ হারানোর ভয় পাচ্ছেন। তবে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের মতে, এআই মানুষের জায়গা দখল করবে না বরং মানুষের সহায়ক হিসেবে কাজ করবে এবং এর ফলে মানুষকে সপ্তাহে মাত্র তিন দিন কাজ করলেই চলবে।

সম্প্রতি ট্রেভর নোয়ার পডকাস্টে বিল গেটস বলেছেন, মানুষকে প্রতিস্থাপন করতে পারবে না এই প্রযুক্তি। তবে মানুষের এখন যে কাজ করতে এক সপ্তাহ লাগে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই কাজ মাত্র তিনদিনে সেরে ফেলা যাবে।

৪৫ মিনিটের কথোপকথনে বিল গেটস বলেন, সম্ভবত আমরা এমন এক সমাজ পেতে চলেছি, যেখানে আপনাকে সপ্তাহে মাত্র তিন দিন কাজ করতে হবে। এমন একটি বিশ্ব আসতে পারে, যেখানে সমস্ত খাবার এবং পণ্য তৈরি করবে যন্ত্র।

এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে এবং ব্লগে এআই-এর ঝুঁকি এবং সুবিধা– দুই দিকই তুলে ধরেছেন বিল গেটস। গত জুলাইয়ে তিনি বলেছিলেন, এআই-এর প্রভাব শিল্প বিপ্লবের মতো নাটকীয় হবে বলে আমি মনে করি না। তবে, এটা অবশ্যই পার্সোনাল কম্পিউটারের প্রবর্তনের মতো বড় ঘটনা হতে চলেছে।

এআই-এর ঝুঁকির বিষয়ে বলতে গিয়ে তিনি উল্লেখ করেছিলেন ভুল তথ্যের প্রচার, ডিপফেক কনটেন্ট, সুরক্ষাগত হুমকির কথা।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এমআর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা