ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ২১:৩৪
অ- অ+

শেরপুরের শ্রীবরদীতে এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ মো. ইউসুফ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে চকবন্দি এলাকা থেকে মো. ইউসুফকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানা পুলিশ। মো. ইউসুফ চকবন্দী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় ওই ভুক্তভোগীর মা বাদী হয়ে মো. ইউসুফকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও দুই জনকে আসামি করে শ্রীবরদী থানায় নারী নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।

এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাই। অভিযোগের প্রেক্ষিতে আসামি মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার করে ভিডিও ক্লিপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা