কিশোরগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের গচিহাটা রেলস্টেশনের পয়েন্টে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার বিকাল ৪টা ২০ মিনিটে গচিহাটা রেলস্টেশনের প্রবেশ মুখে এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানান, বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। পরে ৪টা ২০ মিনিটে গচিহাটা রেলস্টেশনের প্রবেশের আগ মুহূর্তে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা স্টেশনে আটকে আছে। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন