সিলেটে কলেজ বাসে আগুন

সিলেট ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৪

বিএনপি ও জামায়াতের ডাকা সপ্তম দফা অবরোধের আগের রাতে সিলেটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কলেজ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের বেশ কয়েকটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার রাত ৮টার দিকে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মোটরসাইকেলে দুজন লোক এসে প্রথমে বাসটির গ্লাস ভাঙচুর করে। পরে ভেতরের সিটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের অনেকগুলো সিট পুড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুড়ে যাওয়া বাসের মালিক ও সিলেট সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত হতো। আগুনে আমার বাসের প্রায় ৬০/৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, কুমারগাও বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী গ্যাস অফিসের সামনে এ ঘটনা ঘটে। এতে বাসের কয়েকটি সিট পুড়ে যায়। বাসের গ্লাস ভাঙচুর করা হয়।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :