রাজধানীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ১১:১৫
অ- অ+
ফাইল ফটো

রাজধানীর মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে সবুজবাংলা আবাসিক হোটেলের একটি কক্ষের বিছানার উপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিজ উদ্দিন। তিনি বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে মালিবাগ ডিআইটি রোডের হোটেল সবুজ বাংলার (আবাসিক) চতুর্থ তলার একটি রুমে ওঠেন মিজানুর। সকালে হোটেল কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। তারপর আমরা ওই রুম থেকে তার লাশ উদ্ধার করি।’

তিনি বলেন, ‘রুমটির দরজা খোলা ছিল। আর রুমের ভেতর বিছানার ওপর শোয়া অবস্থায় ছিলেন মিজান। তবে তার শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক কিছুই দেখা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে- সেই রহস্য বের করার চেষ্টা চলছে। লাশটি ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে মৃত্যুর কারণ।

এসআই জানান, নিহত মিজানুর রহমান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোষাই গোবিন্দপুর গ্রামের আজমল আলী শেখ এর ছেলে। তিনি দর্জির কাজ করতেন। আমরা তার স্বজনদের সংবাদ দিয়েছি। স্বজনরা আসলে ময়নাতদন্তের পর লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা