মনোনয়ন নিতে রিটার্নিং কার্যালয়ে সাঈদ খোকনের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৩:৫২ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ১৩:৪১

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচ‌নে ঢাকা-৬ আস‌নে ম‌নো‌নীত আওয়ামী লী‌গের প্রার্থী সাঈদ খোকনের প‌ক্ষে মনোনয়ন নিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছে তার প্রতিনিধিদল। সোমবার দুপুরে সেগুনবাগিচা কার্যালয়ে তারা প্রবেশ করেন।

এসময় সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন বলেন, ‘আমরা আজকে মনোনয়ন সংগ্রহ করছি। আগামী ৩০ নভেম্বর প্রার্থী নিজেই এটি রিটার্নিং কার্যালয়ে জমা দেবেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঢাকা-৬ আসনে সাঈদ খোকনকে নৌকার টিকিট দিয়েছেন। আমরা বিজয় সুনিশ্চিত করে তাকে আসনটি উপহার দিতে পারব বলে আশাবাদী।’

এ‌দি‌কে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে মনোনয়ন বিক্রি কার্যক্রম। রবিবার পর্যন্ত ঢাকায় ১১৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তবে সোমবার দুপুর দেড়টা পর্যন্ত মনোনয়নপত্র জমা না পড়লেও এরপর মনোনয়নপত্র জমা দি‌তে সেগুনবা‌গিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আ‌সে সাঈদ খোকনের প্রতিনিধিদল।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এলএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :