পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরা দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার পাপুয়া নিউগিনির উত্তর উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা নেই।
উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৪৬ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার (সাত মাইল) গভীরে।
উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এফএ)

মন্তব্য করুন