‘দীনেশ-রবীন্দ্রপত্র’ সম্মাননা পদক পেলেন জবি অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস
জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১০:১৭ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১০:১৩
ভারতের পশ্চিমবঙ্গের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি প্রবর্তিত ‘দীনেশ-রবীন্দ্রপত্র’ সম্মাননা পদক-২০২৩ অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। শিক্ষা ও গবেষণা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়।
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের হাতে সম্মাননা পদক ও মানপত্র তুলে দেন দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পরিচালক ও আচার্য দীনেশ চন্দ্র সেনের প্রপৌত্রী অধ্যাপক দেবকন্যা সেন।
এর আগে বিচারপতি সুধেন্দু মল্লিক, বিচারপতি চিত্ততোষ মুখার্জি, সুপ্রিয় ঠাকুর, মন্ত্রী মোস্তাফা জব্বার, কবি মুহম্মদ নুরুল হুদা, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর ও সমাজকর্মী আরোমা দত্ত প্রমুখ এই পদক লাভ করেন।
জানা গেছে মিল্টন বিশ্বাস কলামিস্ট, প্রাবন্ধিক ও কবি। তিনি ইউজিসি পোস্ট ডক্টরেল ফেলো হিসেবে সাহিত্যে বঙ্গবন্ধু শিরোনামে গবেষণা সম্পন্ন করেছেন। জীবনানন্দ দাশ ও বুদ্ধদেব বসুর কাব্যচিন্তা শীর্ষক অভিসন্দর্ভের জন্য ১৯৯৯ সালে এমফিল এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গের মানুষ রচনার জন্য ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
২০০০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ২১ বছর ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত। তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বহু দেশে সেমিনার ও কনফারেন্সে যোগ দিয়েছেন।
(ঢাকাটাইমস/২৮নেভেম্বর/এআর)