রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ২০:৫৮
অ- অ+

রাজশাহীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র কারবারি রায়হাতুল সালমান রাজ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার বিকাল ৫টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানাধীন খরখড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় আরো ৪ জন পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রায়হাতুল সালমান রাজ রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার হাট কানপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

পলাতকরা হলেন, একই উপজেলার খিদ্র খলসী গ্রামের লুৎফরের ছেলে মাইনুল ইসলাম (৩২) গগনবাড়িয়া গ্রামের রফিকুলের ছেলে জনি (৩৬) বাজু খলসী সাজিপাড়ার আইয়ুব আলী ও রফিকুল ইসলাম (৫৫)।

র‌্যাব-৫ জানায়, রাজশাহীর একটি আভিযানিক মহানগরীর চন্দ্রিমা থানাধীন খরখড়ী নামক স্থানের মেসার্স এন.বি ফিলিং স্টেশন এর অপর পার্শ্বে রাজশাহী টু ঢাকা বাইপাস সড়কের পার্শ্বে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলেই রায়হাতুল সালমান রাজকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে। সেই সময় ঘটনাস্থল থেকে অন্য চার আসামি কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদেও গ্রেপ্তারকৃত রাজ আসামিগণের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করে আসছিলো বলে জানায় র‌্যাব। তাদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা