তৃণমূল বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ২০:১২| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২১:০১
অ- অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। তবে বেশি কিছু আসন ফাঁকা রাখা হয়েছে। এসব আসনে পরে নাম ঘোষণা হবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমূর আলম খন্দকার এই তালিকা ঘোষণা করেন।

এতে দেখা যায়, দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগ এই আসনে বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে মনোনয়ন দিয়েছে। আর মহাসচিব তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থীদের নাম ঘোষণার সময় তৈমূর বলেন, প্রার্থী ঘোষণার ক্ষেত্রে আমরা দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ পরিবারের লোকজন, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের অগ্রাধিকার দিয়েছি। যারা সমাজের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

প্রার্থীদের নামের তালিকা—