পাথরঘাটায় মাছের ঘের থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ১৪:২৯
অ- অ+

বরগুনার পাথরঘাটায় মাছের ঘের থেকে দুলাল নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেলিম পহলানের মাছের ঘের থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল কাকচিড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে।

উদ্ধারের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

কাকচিড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. সরোয়ার আলম বলেন, দুলাল আমার ওয়ার্ডের বাসিন্দা। আমার জানামতে দুলালের মৃগী রোগ ছিলো।

তিনি আরো বলেন, যে স্থানে তার মৃতদেহ পাওয়া গেছে সেখানে জঙ্গল পরিষ্কার করার জন্য তিন হাজার টাকায় দুলাল চুক্তি করে গত দুই দিন কাজও করেছে।

তবে দুলালের পরিবারের দাবি সম্পত্তির বিরোধের জেরে দুলালকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দুলালকে পাওয়া যাচ্ছিল না বলে জানান তারা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
আ.লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান ও বিক্ষোভ এনসিপিসহ বিভিন্ন দলের
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা