সহিংসতা-নাশকতার দায়ে বিএনপি নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার দায়ে বিএনপি নেতাকর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন এবং সিলেট শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৮১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সদরদপ্তর সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণপূর্বক সহিংসতা ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র্যাব।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এইচএম/ইএস)

মন্তব্য করুন