‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে জেলার লাকসাম উপজেলার রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ আউটারে লেকের পাড়তে তিনি কাটা পড়েন।
স্থানীয় হুমায়ুন কবির মানিক নামে এক ব্যক্তি জানান, ওই যুবকের নাম হোসেন রাব্বি সুজন (২০)। তিনি লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।
লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার জানান, লাশ বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে অসুবিধা হচ্ছে। তবে এলাকার লোকজন তাকে হোসেন রাব্বি সুজন বলে শনাক্ত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক মামলা প্রক্রিয়াধীন।
(ঢকাটাইমস/০২ডিসেম্বর/ইএইচ)

মন্তব্য করুন