বরিশালে আওয়ামী লীগের সভাপতিকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০৬

বরিশাল মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে সভাপতি জাহাঙ্গীর দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দেয়ায় তার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের একাংশ।

শনিবার বরিশাল মহানগর আওয়ামী লীগের একাংশের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতির বহিষ্কার ও কমিটি ভেঙে দেয়ার দাবি জানান তারা।

সভায় বক্তারা বলেন, সেদিন শান্তি সমাবেশের নামে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে সংগঠন বিরোধী বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। এ সময় তিনি বলেছিলেন, এবার নির্বাচনে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বাক্স ভর্তি করবেন সেই আশা ছেড়ে দেন। খালি মাঠে গোল দেয়ার দিন শেষ। খেলা হবে ৭ জানুয়ারি।

তার এমন বক্তব্য দেয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও বিসিসির কাউন্সিলররা।

এ সময় ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, দলীয় পদ দখল করে জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে কিভাবে সংগঠন বিরোধী বক্তব্য দেয়? শুধু তাই নয়, সভাপতি জাহাঙ্গীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলের বিরুদ্ধে কথা বলে। তাই সভাপতি জাহাঙ্গীরের বহিষ্কার এখন সময়ের দাবি।

একই কথা বলেন আওয়ামী লীগ নেতা নুরুল হক লস্কর। তিনি বলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি বাতিল করা এখন প্রতিটি নেতাকর্মীদের দাবি। তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যত দ্রুত সম্ভব বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি নতুন দেয়া হোক। না হলে এ সকল হাইব্রিড নেতারাই দলের জন্য অশুভ সংকেত।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ধামরাইয়ে বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

বগুড়ায় নিজেদের অফিসে আগুনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা আসামি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফেনীতে গায়েবানা জানাজা 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে খুন

মুক্তিযোদ্ধাদের কোনো কোটাই এখন আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার ৬ সাংবাদিক

শেরপুরে পুলিশ সদস্যের সম্পদের পাহাড়, দুদককে তদন্তের নির্দেশ আদালতের

চাঁদপুর সদরে পুলিশের অভিযান, ৯ বিএনপি নেতা গ্রেপ্তার

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হলো ২ হাজার ৮শ মেট্রিক টন পেঁয়াজ

কুমিল্লায় আট মামলায় আসামি ৮ হাজার, গ্রেপ্তার ১৬০

এই বিভাগের সব খবর

শিরোনাম :