আল্লাহর হুকুমেই হচ্ছে নির্বাচন: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:১৭| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:১৮
অ- অ+

আল্লাহর হুকুমেই নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনের শুনানিতে এমন মন্তব্য করেন আদালত। এ রিট আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ ।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

পরে এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামীকাল সোমবার (দুপুর ২টায়) দিন নির্ধারণ করা হয়।

আদালতের আজ রিটের পক্ষে ছিলেন, রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।

শুনানিকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, ‘রিট আবেদনের বিষয়বস্তু সাংবিধানিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে আমরা আইন অনুযায়ী বিষয়টি দেখব।’

শুনানিতে রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দকে উদ্দেশ্য করে আদালত প্রশ্ন করেন, ‘আপনি কেন নির্বাচন নিয়ে সংক্ষুব্ধ হলেন?’

জবাবে আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, ‘তফসিল স্থগিত চেয়েছি। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের আরও ৫ মাস সময় রয়েছে। অথচ তড়িঘড়ি করে নির্বাচন করতে চাচ্ছে নির্বাচন কমিশন। অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই অবস্থায় নির্বাচন প্রিম্যাচিউড। সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন করতে হলে সংসদ ভেঙে দিতে হবে। মন্ত্রিসভা ছোট করতে হবে। এসব কিছুই করা হয়নি।’

এ সময় রিটের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসির তফসিল ঘোষণায় কোনো আইন ভঙ্গ হয়নি।’

তিনি সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদের বরাত দিয়ে বলেন, ‘মেয়াদ শেষের কারণে সংসদ ভেঙে দেওয়ার আগের ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, মন্ত্রীপরিষদ সচিব, আইন সচিবসহ সাতজনকে বিবাদী করা হয় রিট আবেদনে।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাঠে ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান না সৌম্য সরকার
ঢাকাস্থ পটিয়া সমিতির সভাপতি আলী নেওয়াজ, সম্পাদক নুরুল ইসলাম
বগুড়ায় পুলিশি হেফাজত থেকে পালানো আসামি গ্রেপ্তার  
রাজবাড়ীর পাংশায় যুবদলকর্মী গুলিবিদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা