জয়পুরহাটে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৫০
অ- অ+

জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত ৪ বছর ধরে জব্দ হওয়া ১৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

সোমবার দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে, ১ লাখ ২৩ হাজার ২১৬ বোতল ফেনসিডিল, লুজ ফেনসিডিল সাড়ে ৩২ লিটার, ৪৩ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ৭ লাখ ৬৫ হাজার ৮৬৭ পিস বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট, ১০ হাজার বোতল মদ, ৩৮৫ কেজি গাঁজা, ৩৯২ গ্রাম হেরোইন, ১৯ হাজার ১০২ বোতল ফেয়ারডিল, ইস্কাপ সিরাপ, বিয়ার, কফিডিল, ফেন্সিগ্রিপ ও সাড়ে ৭ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ।

ধ্বংস করা মাদকদ্রব্যের বাজার মূল্য ১৯ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে ও জয়পুরহাট ২০ বিজিবির আয়োজনে মাদকদ্রব্য ধ্বংস করার সময় বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দীন, জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/পিএস/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা