ছেলের পরিবর্তে গ্রেপ্তার করা সেই মাকে জামিন দিয়েছে আদালত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৪:৩১| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৮
অ- অ+

ছেলের পরিবর্তে গ্রেপ্তার করা মা আনোয়ারা বেগমকে জামিন দিয়েছে আদালত।

সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমতলী আদালতের বিচারক এ এইচ এম আলাউদ্দিন মাহমুদ আনোয়ারা বেগমের জামিন আবেদন মঞ্জুর করেন।

তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী উত্তম কুমার মজুমদার।

‘নাঙ্গলকোটে আসামিকে না পেয়ে মাকে নিয়ে গেল পুলিশ’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

রবিবার পুলিশ আদালতে আনোয়ারা বেগমের রিমান্ড চাইলে আদালত রিমান্ড নামঞ্জুর করে আনোয়ারাকে জেল হাজতে পাঠায়। সোমবার আবার জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৭ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের চান্দপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে রবিউল (২৩) ও একই গ্রামের জাহাঙ্গীরের মেয়ে বিবি মরিয়ম (১৮) পালিয়ে বিয়ে করে। মেয়ের প্রেমের বিয়ে মেনে নিতে না পেরে ২ আগস্ট মেয়ের বাবা জাহাঙ্গীর বাদী হয়ে জামাইসহ একই পরিবারের চারজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করে। মামলার ১নং আসামি রবিউল ছাড়া বাকি সবাই জামিনে মুক্ত রয়েছে।

বুধবার রবিউলকে বাড়িতে না পেয়ে তার মা আনোয়ারা বেগমকে (৭০) পুলিশ জোরপূর্বক তুলে নিয়ে যায়।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা