চাকরি খুঁজতে ঢাকায় এসে পেট্রলবোমায় দগ্ধ হয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৪
অ- অ+

চাকরি খুঁজতে ঢাকায় এসে পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন হাসান জোবায়ের (২৫) নামে এক যুবক। দগ্ধ হাসানের দুই পা ও বাম হাতে পুড়ে গেছে। বুধবার রাত ৮টার দিকে তিনি এ ঘটনার শিকার হন।

মাতুয়াইলে অনাবিল পরিবহনে দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমার আগুনে দগ্ধ হয়েছেন তিনি। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বার্ণ ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, আহত হাসান জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

হাসান জোবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিষেয়ে মাস্টার্স করেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লা রেল স্টেশনের পাশে তার বাসা।

তার বড় ভাই মেহেদী হাসান জানান, চাকরি জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠানে সিভি জমা দিতে এসেছিলেন হাসান। কাজ শেষে মালিবাগ থেকে বাসায় যাওয়ার উদ্দেশে বাসে উঠেছিলেন।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/আরআর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা