কুড়িগ্রামে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:২৯ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৪

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে স্থানীয় বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশেন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট এর আয়োজনে গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়।

খেলাধুলা শেষে নির্যাতিত নারীদের আইনি সহায়তা বিষয়ক আলোচনা করেন পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য ও এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন প্রমুখ। পরে খেলাধুলায় অংশ নেওয়া নারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে গ্রামের শতাধিক নারী ও কিশোরী

ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ, চোখ বেঁধে হাঁস ধরা, মিউজিক্যাল পিলো পাসিং, চোখ বেঁধে বধূর কপালে

টিপ দেওয়াসহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।

প্রতিদিন সংসারের নানান কাজে যুক্ত থাকা নারীরাও এদিন মেতে ওঠেন আনন্দ আর উৎসবে।

আন্তর্জাতিক দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড, গ্লোবাল ফাণ্ড ফর উইমেন ও জার্মানভিত্তিক মালটিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় এবং পার-২, ইয়েস ও বিএমজেড-পিটি প্রকল্প যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :