ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে শাহিনুর বেগম (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
শাহিনুর বেগম সদর উপজেলার বুধল ইউনিয়নের শান্তিনগর গ্রামের তাজুল ইসলামের মেয়ে ও দুবাই প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ৮ বছর আগে শাহিনুর ও উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মধ্যপাড়া এলাকার দুবাই প্রবাসী ফারুক মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ফারিয়া (৬) ও ফাহিমা (৪) নামে দুইটি কন্যা সন্তান আছে। গত নভেম্বর মাসে দেশে আসেন ফারুক। স্ত্রী-সন্তানদের নিয়ে ৪-৫ দিন শ্বশুর বাড়িতে বেড়ানোর পর শুক্রবার বাড়িতে ফিরেন ফারুক। ওইদিন রাতেই সবার অজান্তে শাহীনুর বিষপান করেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনুরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/পিএস/এআর)

মন্তব্য করুন