ফরিদপুরের সদরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৩, ১৮:০৩

সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার জাতীয় মানবাধিকার কমিশন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফরিদপুরের সদরপুর উপজেলা শাখা কার্যালয়ের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহ সভাপতি মো. রাজিব হোসাইনের সঞ্চালনায় মানবাধিকার সম্পর্কিত বিষয়ে আলোচনা সভায় বক্তব্য দেন- আজিজুল হক, আব্দুল ওহাব আকন, আব্দুল লতিব, মো. ইয়াকব আলী মোল্যা, মো. মামুন অর রশিদসহ প্রমুখ।

সমাপনী বক্তব্যে সংস্থার সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন বলেন, দেশে আজ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। প্রতিটি স্থানে পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

যাতে করে মানুষের মৌলিক অধিকার তথা মানবাধিকার লঙ্ঘিত না হয় সেদিক আমাদের সবার দৃষ্টি রাখতে হবে। কিভাবে মানবাধিকারকে এগিয়ে নেওয়া যায়, সেদিকে সবার দৃষ্টি রাখতে সবার প্রতি উদাত্ত আহবান জানান।

(ঢাকা টাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :