পদ ফিরে পেলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৩, ২১:১৩

টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতির দায়িত্ব ফিরে পেয়েছেন সাবেক ভিপি হযরত আলী মিঞা।

রবিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তিনি দায়িত্ব ফিরে পান।

এর আগে বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান আন্দোলন কর্মসূচিতে কোনো ধরণের ভূমিকা না রাখায় গত ৬ ডিসেম্বর দলের দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে মির্জাপুর পৌর বিএনপির সভাপতির পদ থেকে পরিবর্তন করে সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে ষড়যন্ত্র মোকাবেলায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হস্তক্ষেপ কামনা করেন।

মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে চলমান এক দফা আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। তারপরও সিনিয়র নেতাদের ভুল বুঝিয়ে ষড়যন্ত্র করে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। ষড়যন্ত্র মোকাবেলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হস্তক্ষেপ করায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :