প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩২
অ- অ+

সম্প্রতি শেষ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট করেছেন বরিশাল বিভাগের পরীক্ষার্থী ফাতেমা আক্তার সাথী। মঙ্গলবার তিনি হাইকোর্টে রিটটি করেন। সেখানে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন সাথী।

গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা। তাতে অংশ নেন রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলার পরীক্ষার্থীরা। কিন্তু এদিন নানা কারণে এই পরীক্ষায় অংশ নিতে পারেননি তিন বিভাগের দেড় লাখেরও বেশি প্রার্থী।

এ ঘটনার জেরে প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গত সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দেড় শতাধিক চাকরিপ্রত্যাশী।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, চলমান হরতাল-অবরোধে পরীক্ষা গ্রহণ, বৈরী আবহাওয়ার কারণে দূরপাল্লার গাড়ি না পাওয়া, প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস না পাওয়া, প্রবেশপত্রের কারণে হলে প্রবেশ করতে না পারা ও পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে প্রশ্ন বাইরে চলে যাওয়াসহ নানা ঘটনা ঘটে। এতে দেড় লাখেরও বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।

সেদিনের মানববন্ধনে নেতৃত্ব দিয়েছিলেন এই ফাতেমা আক্তার সাথী, যিনি পরীক্ষা বাতিলের জন্য মঙ্গলবার হাইকোর্টে রিট করেছেন। মানববন্ধনের দিনেই তিনি জানিয়েছিলেন রিট করার কথা, করলেনও।

সাথী সে সময় বলেন, কয়েক দফা পিছিয়ে হরতাল-অবরোধের মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছে। অথচ একই কারণে বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো হয়েছে। সমন্বিত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষাও পেছানো হয়। পরীক্ষায় প্রক্সিসহ ব্যাপক অনিয়ম-জালিয়াতির অভিযোগও রয়েছে। এজন্য আমরা আইনগতভাবে এই পরীক্ষা বাতিলের জন্য হাইকোর্টে রিট করব।’

প্রথম ধাপের এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রত্যাশী। তবে অনেকে অনুপস্থিত থাকেন। পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে এদিন ১২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা