বাংলার সন্তান
বাংলার সন্তান
তাসমিয়া তহুরা
ছোট্ট বাবুটার আধো আধো বোলের মায়া ছেড়ে সে হয়েছিল দেশের।
মায়ের রক্তের কসম খেয়ে ভাঙা রাইফেলের ট্রিগারে নেড়েচেড়ে নিশানা করে হানাদারের বুক।
রক্তের দাগে রঙিন সাদাবক
গলাকাটা লাশ আর ব্রাশফায়ারে স্তম্ভিত বাংলার মা-মাটি।
সংবাদ করতে গিয়ে সাংবাদিক হয়েছে নিহতের সারির সংবাদ।
মৃত্যুর মিছিলে মুমূর্ষু নর-নারী।
পোষা প্রাণীরা হয়েছিল বন্য।
মনিব হারিয়ে কুকুরটা হয়েছিল দিশেহারা।
দলবেঁধে উদ্ভট চিৎকারে ভীড় করেছিল শেয়ালের দল!
হায়েনাদের পৈশাচিক আনন্দ।
মরা মানুষ মাতম করতে পারে না।
কেবল রক্তের ধারায় সূচিত হয় বাংলাদেশ নাম,
স্বাধীন বাংলার পতাকা।
বাংলার দামাল সন্তানদের ভালোবাসার প্রতিচ্ছবি
আকাশে বাতাসে ওড়ে স্বপ্নের লাল-সবুজ।