কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।
রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম উপজেলার শিবনগর এলাকার জহিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রড সিমেন্ট ব্যবসায়ী।
পরে ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।এদিকে কুমিল্লা ক্যান্টনমেন্টের নাজিরা বাজার এলাকায় বাসচাপায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে।
পুলিশ জানায়, স্থানীয়দের সহযোগীতায় বাসের চালককে আটক করা হয়েছে। বাসটিকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
(ঢাকা টাইমস/১৭ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন