গাইবান্ধায় আ.লীগের গিনি ও আফরুজাসহ ৬ জনের প্রার্থিতা প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৩, ২২:০৬
অ- অ+

গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়াও ৪টি আসনে জাকের পার্টির চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ নিয়ে জেলায় মোট ৬ জন প্রার্থী কেন্দ্রীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন।

এর মধ্যে গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের আফরুজা বারী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অন্যদিকে গাইবান্ধা-২ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মাহাবুব আরা বেগম গিনি। মাহাবুব আরা বেগম গিনি ২০০৮ সাল থেকে আসনটিতে টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য।

এছাড়াও ৪টি আসনে জাকের পার্টির চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, গাইবান্ধা-১ আসনে মোশাররফ হোসেন বুলু, গাইবান্ধা-২ আসনে জহুরুল ইসলাম, গাইবান্ধা-৩ আসনে মোছাদ্দেক হোসেন ও গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম।

কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

জোটভুক্ত প্রার্থী থাকার কারণে গাইবান্ধার দুটি আসনে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের সচিব বরাবরে পাঠানো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব জানান, জেলার ৪টি আসনে জাকের পার্টির চারজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্তে নৌকার দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ছাড়া আর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি।

তিনি আরও জানান, জেলার ৫টি আসনে মোট ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছিল। পরে আপিল করে ৬ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪১ জনে। আর ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন প্রার্থী থাকলেন ৩৫ জন।

এদিকে, গাইবান্ধা-২ (সদর) আসনে আওয়ামী লীগের মাহাবুব আরা বেগম গিনি ও জাকের পার্টির জহুরুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করায় আসনটিতে মোট প্রার্থী থাকলেন ৪ জন। তারা হলেন, আ.লীগের (স্বতন্ত্র) সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জাপার সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, জাসদের গোলাম মারুফ মনা ও ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খান।

অন্যদিকে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের আফরুজা বারী ও জাকের পার্টির মোশাররফ হোসেন বুলু প্রার্থিতা প্রত্যাহার করায় আসনটিতে মোট ১০ জন প্রার্থী থাকলেন। তারা হলেন, জাপার বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ কল্যাণ পার্টির মোছা. আইরিন আক্তার, জাসদের গোলাম আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. ওমর ফারুক সিজার, কৃষক শ্রমিক জনতা লীগের আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের খন্দকার রবিউল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের হাফেজ মো. ফখরুল হাসান প্রামাণিক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মর্জিনা খান, স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন ও আব্দুল্লাহ নাহিদ নিগার।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু
সিআইডির নতুন প্রধান গাজী জসীম উদ্দিন
চাঁদপুর শহরে দিনে সিএনজি অটোরিকশা প্রবেশ নিষেধ
তুলাকে শিগগিরই কৃষিপণ্য ঘোষণা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা