প্রাইম ব্যাংক পিএলসি ও ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৫
অ- অ+

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম প্রাইম ব্যাংক পিএলসি গ্রাহকদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

ট্রুফিট অ্যান্ড হিল হল লন্ডনের নামকরা ও ঐতিহ্যবাহী জেন্টেলম্যানদের প্রিমিয়াম বারবার সপ ও পারফিউম প্রস্তুতকারক হিসেবে স্বীকৃত। যা ২’শ বছরেরও বেশি সময় ধরে সেবা প্রদান করে আসছে। এটি বিশ্বের প্রাচীনতম একটি প্রিমিয়াম বারবার সপ। যা ওয়ার্ল্ড গিনেস বুক ২০০০ কর্তৃক স্বীকৃত।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের মোনার্ক (প্রায়োরিটি ব্যাংকিং) গ্রাহকরা ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশ থেকে ৭ হাজার টাকার সম-মান বা তার বেশি পরিমাণে ক্রয় করা যেকোনো পণ্যের উপর ১০% ডিসকাউন্ট, ক্লাসিক থেকে রয়েল সার্ভিসে আপগ্রেড পরিষেবার উপর ২০% সঞ্চয় এবং বার্ষিক মেম্বারশিপে দুই মাস এক্সটেনশন (রয়্যাল ও ক্লাসিক মেম্বারশিপ) সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরি এবং ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের সিইও মাহিরা হোসেন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এসময় প্রাইম ব্যাংকের ইভিপি ও প্রায়োরিটি ব্যাংকিংয়ের প্রধান তামান্না কাদেরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা