ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কবে? 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৩:০৯| আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৩:১৯
অ- অ+
ফাইল ফটো

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নতুন বছরের প্রথম দিনে শুরু হচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে যাচ্ছে।

ইপিবি সূত্র জানিয়েছে, গত ১৮ ডিসেম্বর ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন নিয়ে বৈঠক হয়। বৈঠকে আলোচনায় নির্বাচনের আগে মেলা পরিচালনা, ক্রেতা সমাগম ও ব্যবসায়ীদের অংশগ্রহণে নানা সমস্যা সৃষ্টি হওয়ার বিষয়গুলো উঠে আসে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়, জানুয়ারির তৃতীয় সপ্তাহের যে কোনো দিন মেলা শুরু করা যায়।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে মতামত দিয়েছেন। নির্বাচনের কারণে মেলা পেছানো হচ্ছে।’

তিনি বলেন, ‘জানুয়ারির ১৫ অথবা ২০ তারিখে মেলা শুরুর পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আগামী জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে। রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে এই মেলা। নতুন বছরের প্রথম দিনে মেলা শুরু হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলা পিছিয়ে আগামী মাসের তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা করছে সরকার।

ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি
কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হাতাহাতি ও ভাঙচুর
ঈদুল আজহার আগে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে দুপুরে মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে, নদীবন্দরে সতর্কতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা