মুন্সীগঞ্জে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩, ২২:০৭| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২২:১৬
অ- অ+

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে টংগিবাড়ী উপজেলার বলই চান্দের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লৌহজং উপজেলার বন সেমন্ত গ্রামের আলী মুহাম্মদ ভূইয়ার ছেলে সাঈদ ভূঁইয়া এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তবলি এলাকার চর প্রসন্ন নগর গ্রামের এনায়েত মিয়ার ছেলে স্বপন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে উপজেলার বালিগাঁও বাজার হতে আলুভর্তি একটি নসিমন টংগিবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় টংগিবাড়ী হতে একটি মোটরসাইকেলে দুইজন বালিগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথে বলই চান্দের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সাইদ ভূঁইয়া এবং নসিমন যাত্রী স্বপন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া নছিমনের অপর আরোহী হানিফ গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে টংগিবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা