নড়াইলে নৌকার পক্ষে যুব মহিলা লীগের লিফলেট বিতরণ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:১৬

নড়াইলে নৌকা প্রতীকের পক্ষে যুব মহিলা লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হচ্ছে। জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তার নেতৃত্বে নড়াইল জেলার ২টি আসনে এ প্রচারণা চালানো হচ্ছে। জেলার প্রায় প্রতিটি ইউনিয়ন ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাচ্ছেন যুব মহিলা লীগের নির্বাচনি প্রচারণা দল।

জেলা যুব মহিলা লীগের নির্বাচনি প্রচারণার কৌশল ও লিফলেট বিতরণ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

গত তিনদিন যুব মহিলা লীগ নেতৃবৃন্দ নড়াইল-২ আসনের জেলার লোহাগড়া এলাকায় ব্যাপক প্রচারণা ও নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজার পক্ষে লিফলেট বিতরণ করেন।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা যুব মহিলা লীগ সভাপতি সঞ্চিতা হক রিক্তা, সহ-সভাপতি ফাতেমা মৌসুমি, যুব মহিলা লীগ নেত্রী লাভলি বেগম, মোসা. টিয়া, সিমলা খাতুন, কণিকা লাভলিসহ আরও অনেকে।

জেলা যুব মহিলা লীগ সভাপতি সঞ্চিতা হক রিক্তা বলেন, যুব মহিলা লীগ নির্বাচন শেষ হওয়া অবধি মাঠে থাকবে। নড়াইলের ২টি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারলে সকল কষ্ট ও পরিশ্রম সার্থক হবে।

নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী বলেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা যুব মহিলা লীগের একঝাঁক কর্মঠ কর্মী নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের নিরলস পরিশ্রমের কারণে ভোটারের উপস্থিতি ও নৌকার ভোট বাড়বে।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস জানান, জেলা যুব মহিলা লীগ নৌকার পক্ষে প্রচারণা চালাতে গিয়ে নিরলস পরিশ্রম করছে। এর আগে তারা জেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেছে। তাদের সকল কার্যক্রম স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিতে আছে।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :