কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান ড. নিজামুল করিম

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. নিজামুল করিম। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন সই করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, ড. মো. নিজামুল করিম এর আগে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার-এর ১৪ ব্যাচের এই কর্মকর্তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর সচিব পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডে কলেজ পরিদর্শক ও টিকিউআই প্রকল্পে ডিপিডি পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক, শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ বিষয়ে এই কর্মকর্তার অ্যাকাডেমিক ও প্রায়োগিক অভিজ্ঞতা শিক্ষা ক্যাডারে বহুল প্রশংসিত।
(ঢাকাটাইমস/২জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন